বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে স্বামীর সাথে অভিমান করে তৃপ্তি বেগম(১৮)নামে এক গৃহবধু আত্বহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে থানার মদনগঞ্জ লক্ষারচড়’স্থ এমএন ঘোষাল রোড এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ নিহতের স্বামী মদনগঞ্জ বসুন্ধরা গ্রুপের শ্রমিক মোঃ মাহাবুব মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। গৃহবধু তৃপ্তি সুদুর নেত্রকোনা জেলার কেন্দা থানাধীন দুপাঘাতী এলাকার মোঃ হারুন মিয়ার মেয়ে। বর্তমানে সে মদনগঞ্জ লক্ষারচড় এমএন ঘোষাল রোড’স্থ আরমান মিয়ার ভাড়া বাড়িতে থাকে। বৃহস্পতিবার সকালে প্রতিবেশিরা তার ঘরে জুলন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে। তথ্যসুত্রে জানা যায়,নিহত গৃহবধু তৃপ্তির সাথে তার স্বামী মাহাবুব মিয়ার তাদের নিজ গ্রাম সুদুর নেত্রকোনায় একবছর পূর্বে পারিবারিক ভাবে ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে হয়। বিয়ের ৯মাস পর গৃহবধু তৃপ্তির স্বামী মাহাবুব মিয়া বসুন্ধরা গ্রুপে চাকুরীর সুবাদে নারায়ণগঞ্জের মদনগঞ্জে লক্ষারচড় এলাকার আরমান মিয়ার বাড়িতে বাসা ভাড়া নেয়। তাদের স্বামী-স্ত্রীর মাঝে প্রায়ই তর্কা হতো। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে খাবার দেওয়াকে কেন্দ্র করে উভয়ের মাঝে ঝগড়া হয়। এরপর সকালে প্রতিদিনের ন্যায় স্বামী তার কর্মস্থলে চলে গেলে গৃহবধু তৃপ্তি সকলের অগোচরে স্বামীর সাথে অভিমান করে নিজ ঘরের আড়ার সাথে গলায় উড়না পেচিয়ে আত্বহত্যা করে। প্রতিবেশিরা নিহতের লাশ জুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।