বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ওয়ারেন্টভূক্ত দুই পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে। ধৃতরা হচ্ছে ধামগড় সোনাচড়া এলাকার ডাকাতি মামলার আসামী মোঃ মনু মিয়ার ছেলে কবির হোসেন(২৪) ও ছালেহনগর এলাকার মাদক মামলার আসামী মৃত মজিদ শিকদারের ছেলে বাদল ওরফে বোকরা বাদল(৫০)। গ্রেফতারকৃত কবির ও বাদলকে শনিবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়।