বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লার রঘুনাথ পুর হতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গত শনিবার রাত ১০ টায় ৫’শ পিছ ইয়াবা ও একটি প্রাইভেটকার সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এস আই আবু সায়েমের নেতৃত্বে একটি টিম গত শনিবার রাত ১০ টায় ঢাকা নারায়ণগঞ্জ লিং রোডের সামাদ বানু সি এন জি স্টেশনের সামনে হতে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ক-০৩-২৮৩৭ ) এর ভিতর হতে সাইফুল ইসলাম (২৮) ও মোস্তফা আলমগীর (৩০) কে আটক করে। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম হবিগঞ্জ জেলার বাবুবল থানার হরিপুর এলাকার মৃত কালামের ছেলে ও মোস্তফা আলমগীর নোয়াখালী জেলার বড় রামদেবপুর এলাকার আঃ কুদ্দুছের ছেলে। এ ব্যাপারে এস আই আবু সায়েম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।