বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমানের সুযোগ্য সন্তান অয়ন ওসমানের জন্মদিন দোয়া মাহফিল কেক কেটে পালন করা হয়েছে। বিকালে ফতুল্লা পঞ্চবটি এলাকায় জেলা ছাত্র লীগ নেতা রাকিবুল হাসান মমিনের উদ্যোগে দোয়া মাহফিল ও কেক কাটার মাধ্যমে অয়ন ওসমানের জন্মদিন পালন করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র লীগের সহ সভাপতি মোঃ সজিব, সদস্য তুষার সরদার, মাইদুল ইসলাম শিহান, মোঃ ইব্রাহিম, নুর ইসলাম, হিরু, সাগর, প্রান্ত, অতুল, রাকিব, রিয়াজ, রানা, মাসুম, সজল , রতন , আলআমিন, জিহাদ, শিমন, রিপন , সাজু, আপন, মোকলেছ, রাজু।