বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার জেট টিভি চ্যানেল বিডি এর প্রযোজনায় ১৪ ডিসেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সখিনার কান্না নামক মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটকের শ্যুটিং সম্পন্ন হয়েছে।
নাজমুল হাসান সরদার রচিত,নাট্য ব্যক্তিত্ব ফজললুক হক পলাশ ও সহকারী এস,এম রাসেল পরিচালনায় সখিনার কান্না মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটকের শ্যুটিং সম্পন্ন হয়েছে।এই নাটকের ক্যামেরায় ছিলেন নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান আসু। রূপসজ্জায় ছিলেন আব্দুল মতিন । এই নাটকটি ১৯৭১ ইং সালের বাংলাদেশ স্বাধীনতার ইতিহাস খুব সংক্ষিপ্তভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছে পরিচালক পলাশ।
জানাযায়, বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জ সদর উপজেলা আলীরটেকের ডিগ্রীরচর গ্রামে এই নাটকের শ্যুটিং সম্পন্ন হয়। এই শ্যুর্টি স্পর্টটি বক্তাবলীর পরগনা যুদ্ধবিধস্ত এলাকায় পরিচিত।
এই স্পর্টে যারা যারা সখিনার কান্না নাটকে অভিনয় করেছেন, তারা হলেন,মো. নিলয়, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক এ.আর. কুতুবে আলম, সদস্য আনোয়ার হোসেন সজীব,চিত্রাভিনেতা নেছার উদ্দিন, কবি সবুজ রায়, এস,এম রাসেল, মানিক, নাজমুল হাসান সরদার, রিয়াদ, পাকিস্তানী মেজর চরিত্রে অভিনয় করেন পরিচালক ফজলুলহক পলাশ । নারী চরিত্রে অভিনয় করেন, সুমা ,অথরা, ইশামনিসহ আরো অনেকে। নাটকটি ষোলো ডিসেম্বর মুক্তি পাবে উল্লেখিত চ্যানেলে।