বিজয় বার্তা ২৪ ডটকম
নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজা, ৮০০ বোতল ফেন্সিডিল সহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার ভোর রাতে বন্দর থানাধীন নবীগঞ্জ এলাকার আকিজ সিমেন্ট ফ্যাক্টরীর সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার বিকাল ৩টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, পুলিশ হেডকোয়াটারের গোয়েন্দা শাখার বিশেষ টিমের সহযোগীতায় ও আমার তত্ত্বাবধানে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই মফিজুল ইসলাম পিপিএম, এসআই মাজহারুল ইসলাম, এসআই মিজানুর রহমান, এসআই আবু সায়েম, এএসআই প্রকাশ চন্দ্র সরকার, এএসআই শামীম হোসেন সহ সঙ্গীও ফোর্সের সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত ১২ জন আসামীরা হলেন, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা সাদীপুর ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে মো. সেলিম (৩২), বন্দর একরামপুরের আমিনুল হক প্রধানের ছেলে মো. বাদল (৫২), ফরাজীকান্দা আবুল খায়েরের ছেলে মো. আবু সাইদ (৪০), সোনাকান্দার কাজীমুদ্দিনের ছেলে মো. আরিফ (৩৫), লাঙ্গলবন্দ জুগীপাড়া মো. সিদ্দিকের ছেলে মোর্শেদ (৩৫), মদনপুর আলী আহম্মদের ছেলে অহিদ(৩০), নবীগঞ্জ টি হোসেন রোডের মৃত. ফয়েজ উদ্দিনের ছেলে মো. মালেক, রুপগঞ্জ, ভূলতা গাউসিয়া সিরাজুল হকের ছেলে মো. রবীন (২৩), কুমিল্লা জেলার লাকসাম থানাধীন কমজা বড়বাড়ী মৃত.ইসলামের ছেলে মো সোহাগ (২৪), কুমরডা এলাকার আবুল বাশারের ছেলে মো. জহিরুল ইসলাম (৪০), সদর দক্ষিণ থানাধীন মহেশপুর আ. মান্নানের ছেলে মো. শরিফুল ইসলাম (২৫), পুরাতনচরার আলী হোসেনের ছেলে মো. রিপন। এ সময়ে তাদের ব্যবহৃত প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-খ ১১-৪১০২), মাইক্রোবাস (ঢাকা-মেট্রো-চ ১৫-৫৫০৯) উদ্ধার করা হয়। তিনি আরোও বলেন, এরা এদেশের বড় ধরনের মাদকচক্রের সাথে জড়িত। উপমহাদেশের বিভিন্ন দেশ থেকে মাদকদ্রব এনে তা বাংলাদেশে বিক্রয় করে। তারা শুধু মাদক বেচাকেনাই করে না এর অর্থ বিদেশে পাচার করছে। আমরা প্রয়োজনে ভারত, মায়ানমার গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ করে তাদেরকে সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।