বিজয় বার্তা ২৪ ডট কম
মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এড. আবুল কালাম নব-গঠিত আলীরটেক ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সাংগঠনিক কর্মকান্ড ও পুর্নাঙ্গ কমিটি গঠনের বিষয় দিক নির্দেশনা মূলক বক্তব্যে বলেন, দেশের এই ক্লান্তি লগ্নে মানুষের অধিকার ফিরিয়ে আনতে হলে আমাদেরকে আরও শক্তিশালী হতে হবে। যারা দলের জন্য নিবেদিত প্রাণ তাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। স্বজন প্রীতির কমিটি করে কখনো নিজের অবস্থান ধরে রাখা যায় না। আগামীতে হয় আন্দোলন নতুবা নির্বাচন সেই দিক মাথায় রেখে সকলে মিলিত প্রয়াসেই পুর্নাঙ্গ কমিটি গঠন করতে হবে। কারণ আপনারই হলেন বিএনপির মূল চালিকা শক্তি। মনে রাখবেন স্থানীয় ভাবে শক্তিশালী হতে না পারলে কেন্দ্রীয় বিএনপি দুর্বল হয়ে পরে। তাই সব বিষয় গুলো মাথায় রেখে পুর্নাঙ্গ কমিটি গঠন করবেন।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য লড়াই সংগ্রাম করে যাচ্ছেন। তার সেই সংগ্রামের শক্তি হলেন আপনারা। তাই দেশ ও দলের স্বার্থে আপনাদেরকে সংগঠিত হতে হবে। সব সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশকে বুকে লালন করে চলবেন। জাতীয় নির্বাচনে আপনাদের কর্মকান্ডই দলের সুফল ভয়ে আনবে। সংগঠনকে চাঙ্গা রাখুন তৃনমূলকে ভালবাসুন দল আপনাকে মূল্যায়ন করবে। আজ দেশের মানুষ শান্তিতে নেই, গনতন্ত্রহীন, পরাধীন জাতিকে তাদের অধিকার ফিরিয়ে দিতে হলে সংগঠনকে শক্তি শালী করুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, এড. আবু আল ইউসুফ খান টিপু, সহ-সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, মনিরুল ইসলাম সজল, কোষাধক্ষ মনিরুজ্জামান মনির, আলীরটেক ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মদ আব্দুর রহমান, যুগ্ম-আহবায়ক মোঃ সৈয়দ হোসেন, মোঃ আওলাদ হোসেন, মোঃ শাহিন হোসেন সরকার, মোঃ আনোয়ার হোসেন, গোগনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ নজরুল ইসলাম সরদার, যুগ্ম আহবায়ক মোঃ কবির সিকদার, মোঃ মাহমুদুল হাসান মাসুম, মোঃ জুলহাস সরদার, মহানগর বিএনপি নেতা হাজী তাহের আলী, মনির হোসেন, বরকত, নজরুল, ফেরদৌসুর রহমান, শওকত আলী লিটন, মহানগর শ্রমিক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মনির মল্লিক, সদস্য সচিব আলী আজগর, যুগ্ম-আহবায়ক ফজলুল হক, নুর মোহাম্মদ, মহানগর স্বেচ্ছা সেবক দল নেতা মাকিদ মোস্তাকিম শিপলু, সায়েম কবির, আব্দুর রশিদ হাওলাদার প্রমূখ।
সংক্ষিপ্ত আলোচনার পুর্বে আলীরটেক ইউনিয়ন বিএনপি’র নব-গঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দরা মহানগর বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সিনিয়র নেতৃবৃন্দদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।