বিজয় বার্তা ২৪ ডট কম
সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার ( ২১ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে দেওভোগ রাধগোবিন্দ মন্দিরের অধ্যক্ষ হংসকৃষ্ণ দাস ব্রহ্মাচারী প্রমুখ,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন দাস, সাধারণ সম্পাদক উত্তম সাহা সহ সনাতন ধর্মীয় প্রতিষ্ঠান, সংগঠন, উপসানালয় এর ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
সভায় সাম্প্রতিক দূর্গা পূজায় আইন-শৃঙ্খলা রক্ষায় কোন কোন বিষয়ে ঘাটতি ছিল যা আগামীতে পূরণ করা সম্ভব, ধর্মীয় উৎসবে নিরাপত্তা নিশ্চিত করতে নতুন কি কি পদক্ষেপ নেয়া যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে কি পদক্ষেপ গ্রহণ করা যায,
প্রতিটি ওয়ার্ডে সকল ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে সম্প্রীতি কমিটি গঠন করা, সকল স্থায়ী পুজা মন্ডপে সিসি ক্যামেরা বসানো ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।