বিজয় বার্তা ২৪ ডট কম
বৃক্ষ মানবের পর এবার বন্দরে আলু মানবের সন্ধান মিলেছে। তার নাম মোঃ আবদুল লতিফ (৪৫)। সে জেলার বন্দর থানাধীন কুশিয়ারা গ্রামের মৃত সাবেদ আলী’র ছেলে। লতিফের সারা শরীরে আলু আকৃতির বড় বড় টিউমার রয়েছে। দীর্ঘ ২০ বছর যাবত তিনি এ রোগে ভুগছেন। আলু মানব লতিফ দেশে বহু চিকিৎসা করেও কোন প্রতিকার পাননি। ডাক্তাররা তাকে ভারতের মাদ্রাজে গিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিলেও হত দরিদ্র লতিফের পক্ষে সেই খরচ বহণ করে চিকিৎসা করা সম্ভব নয়। যে কারণে শত কষ্ট স্বত্ত্বেও সারা শরীরে এ রোগ নিয়ে কোনক্রমে জীবন পার করছেন তিনি। আলু মানব আঃ লতিফ জানান,দীর্ঘ ২০ বছর ধরে তা এ সমস্যা। জমি-জমা বিক্রি করে শরীরের চিকিৎসা করে প্রায় নিঃশ^ হয়ে গেছেন তিনি। এখন তার স্কুল পড়–ুয়া ছেলে আঃ রহমানের শরীরেও এ রোগ দেখা দিয়েছে। এ রোগের কারণে তার শরীরে প্রতিনিয়তই চুলকানি ও জ্বালা পোড়া করে। পুরো শরীরটা তার কুৎসিত হয়ে গেছে। তাই তিনি দেশের ধণবানদের প্রতি আবেদন জানান,তার চিকিৎসায় সহযোগিতা করার জন্য। সাহায্য পাঠানোর ঠিকানা আঃ লতিফ,জনতা ব্যাংক নবীগঞ্জ শাখা বন্দর,নারায়ণগঞ্জ। একাউন্ট নং ০১০০০৪৬০৫৫৮৬৬।