বিজয় বার্তা ২৪ ডট কম
রবিবার দুপুর ১টায় শহরের চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার আয়োজনে ফ্রি ব্লাড গুপিং প্রোগ্রাম কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য অধিদপ্তর এর তত্ত্বাবধানে এমএনএইচআই প্রোগাম এর অন্তর্ভূক্ত বিশটি জেলা হাসপাতালে ব্লাড ট্রান্সফিউশন বিভাগের জন্য প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছা রক্তদাতার তালিকা তৈরি ও সংরক্ষণের জন্য একটি ব্লাড ডোনার ডিকশনারি প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে।
এর জন্য মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু করেছে। স্থানীয় ভাবে কলেজ, পলিটেকটিক্যাল ইনস্টিটিউট ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্ধুদ্ধকরণের জন্য বিনামূল্যে ব্লাড গুপিং ও ব্লাড ডোনারদের ডিরেক্টটরী কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময়ে সাধারণ মানুষ ও ছাত্র/ ছাত্রীরা রক্ত গুপিং প্রোগ্রাম কমসূচি অংশ গ্রহণ করে । এবং নিজ নিজ রক্তের গ্রুপ সম্পর্কে জানেন ।
ফ্রি ব্লাড গুপিং প্রোগ্রাম পরিচালনা করেন মেডিক্যাল টেকনোলজিষ্ট মো. ফয়সাল বারী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কমপিউটার অপারেটার মো. শাকিব, নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের প্যাথলোজি বিভাগের কর্মকর্তা মো. ফাহিম।