বিজয় বার্তা ২৪ ডটকম
২৬ মার্চ ৪৬ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নারায়ণগঞ্জ জেলা।
রোববার সকাল ৯ টার দিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবের নেতৃত্বে শহরের মিশন পাড়া এলাকা থেকে হাজারো নেতা কর্মীদের নিয়ে বর্ণাঢ্য র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়াস্থ বিজয় চত্বরে ফুলেল পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদল নেতা শাহ আলম, আব্দুল জব্বার, আশ্রাফ মোল্লা, রফিকুল ইসলাম, মঈনুল হাসান রবিন, শৈবাল, রতন, মামুন, বিদ্যুৎ, শাকিল, নাজমুল, রাকিব অনেকেই ।