বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১ নং ওয়ার্ডের নয়া আটি ডিএনডি পানি নিষ্কাশনে খালের উপর নির্মাণাধীন ৫০ মিটার দৈর্ঘ্য সেতু তৈরীর কাজে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাধা প্রদান করায় মানববন্ধন করেছে নাসিক ১ নং ওয়ার্ডের বাসিন্দারা। বুধবার সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিদ্ধিরগঞ্জ শিমরাইলের ডি,এন,ডি সেচ উপ-বিভাগীয় প্রকৌশলী কার্যালয়ে সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময়ে এলাকাবাসী পানি উন্নয়ন বোর্ডের ডি,এন,ডি সেচ প্রকল্পের উপ-বিভাগীয় প্রকৌশলীর নিকট একটি স্মারকলিপি জমা দিতে চাইলে অফিস তালাবদ্ধ থাকায় স্মারকলিপি জমা দেয়া সম্ভব হয়নি। শফিকুর রহমান হারুনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন মোক্তার হোসেন, মতিন, দেলোয়ার, এম.এ মান্নান, জাগন আলী, বাহাউদ্দিন মামুনসহ এলাকার শতশত মানুষ। মানববন্ধনে বক্তারা বলেন, জনসাধারণের চলাচলের সুবিধার্থে হাজী আহসান উল¬াহ সুপার মার্কেটের দক্ষিণ পার্শ্বে ডিএনডি পানি নিষ্কাশনের খালের উপর ২৮ বছর পূর্বে একটি কাঁঠের পুল নির্মাণ করা হয়েছে। এ পুল দিয়ে সকাল গভীর রাত পর্যন্ত হীরাঝিল,মিজমিজি,পাইনাদি,নয়াআটিসহ বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ চলাচল করতো। চলতি মাসের প্রথম সপ্তাহে উক্ত কাঁঠের পুলটি ভেঙ্গে ২৪ লক্ষ টাকা ব্যয়ে ৮০ ফুট লম্বা এবং ১২ ফুট চওড়া একটি পাকা সেতু তৈরীর কাজ শুরু করেন বিনিময় ট্রেডার্স নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। এমতাবস্থায়, সেতুর ৮০ শতাংশ কাজ সম্পন্ন হওয়ার পর নির্মাণ কাজে বাঁধা হয়ে দাঁড়ায় পানি উন্নয়ন বোর্ড । সেতুর কাজ বন্ধ রাখায় এলাকাবাসী যাতায়াতে চরম ভুগান্তিতে পড়েছেন। তারা আরও জানায়, জনসাধারনের চলাচলের সুবিধার্থে পানি উন্নয়ন বোর্ড সেতু নির্মানে বাধা সৃষ্টি না করে সেতুর বাকী কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সার্বিকভাবে সহায়তা প্রদান করলে এলাকাবাসী দারুনভাবে উপকৃত হবে। সেতুটির বাকী কাজ দ্রুত সম্পন্ন করার জন্য এলাকাবাসী পানী উন্নয়ন বোর্ডে উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।

