বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজি করতে গিয়ে আসল পুলিশের হাতে এক ভুয়া পুলিশ ধরা পড়েছেন। এ সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি ও তার পুলিশের পোশাক পরা ছবি উদ্ধার করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
গ্রেতফার রহমত উল্লাহ ঝালকাঠি সদর থানার ডাক্তার পট্টির কবির উদ্দিনের ছেলে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার তক্কার মাঠ এলাকার তৈয়বুর রহমানের বাড়ির ভাড়াটিয়া।
সিদ্ধিরগঞ্জ থানার এএসআই মেহেদী হাসান জানান, রহমত উল্লাহ ছিন্নমূল শিশুদের একটি স্কুল চালান। সেই স্কুলের জন্য সাহায্যের নামে তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মণ্ডলের কাছে চাঁদাবাজি করতে যান। ওই সময় সন্দেহ হলে তাকে আটক করে স্থানীয়রা।
এএসআই মেহেদী আরো জানান, খবর পেয়ে রহমত উল্লাহকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।