মনজুর আহমেদ অনিক, বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সিদ্ধিরগঞ্জের ১০ টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের দলীয় সমর্থন প্রদানের লক্ষ্যে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন ওয়ার্ডে একাধিক দলীয় প্রার্থী থাকায় আলোচনা সাপেক্ষে সমঝোতা করার জন্য ৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। প্রত্যেক ওয়ার্ডের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে আলাপ আলোচনা করে আগামী ৩ ডিসেম্বরের মধ্যে ওই কমিটি দলীয় সমর্থিত প্রার্থী চুড়ান্ত করার চেষ্টা চালিয়ে যাবে। আলোচনা ব্যর্থ হলে হাইকামান্ডকে অবগত করিয়ে বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশী এমন কাউকে দলীয় সমর্থন প্রদান করা হবে বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেহ নির্বাচনে অংশ গ্রহন করলে তার বিষয়ে দলীয় সিদ্ধান্ত নিবে হাইকমান্ড। শনিবার (২৬ নভেম্বর) বিকেল ৪ টায় থানা আওয়ামীলীগ সভাপতি মজিবুর রহমানের মিজমিজিস্থ বাড়ীতে এ সভা অনুষ্ঠিত হয়
থানা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খোকন সাহ।
সর্বসম্মতিক্রমে থানা আওয়ামীলীগ সভাপতি মজিবুর রহমানকে আহবায়ক, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়াকে সদস্য সচিব ও সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবুল আক্তার মোল্লা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, প্রচার সম্পাদক তাজিম বাবু ও সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকলীগের সভাপতি আবদুস ছামাদ বেপারীকে সদস্য করে ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। । বর্ধিত সভার এ সিদ্ধান্তে তাৎক্ষণিক ভাবে চরম ক্ষোভ প্রকাশ করেছে একাধিক নেতা। অনেকই সভা ত্যাগ করে চলে গেছে। কিছু হট্টগুল হয়েছে।