বিজয় বার্তা ২৪ ডট কম
‘শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু হওয়ার পেছনে সবচেয়ে বেশি প্রেরণা যুগিয়েছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব।’
সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণের যৌথ আয়োজনে হওয়া আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন আওয়ামী লীগ নেতারা।বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ইনশাল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারেই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব। তার নেতৃত্বেই এই দেশ থেকে জঙ্গিবাদকে খতম করতে পারব।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘স্বাধীনতার ৪৫ বছর পরও জাতির সামনে একমাত্র বাধা বিএনপি নেত্রী খালেদা জিয়া আর পাকিস্তানের স্বপ্নে লালিত জামায়াতে ইসলামী। এই পাকিস্তানি প্রেতাত্মার অশুভ শক্তিকে বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল করতে না পারলে দেশের উন্নয়ন অগ্রযাত্রা বেশি দিন টিকিয়ে রাখা যাবে না। তাই এদের নির্মূল করাই হোক বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকীর শপথ ও অঙ্গীকার।’
খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রাক্তন যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, ‘একাত্তরের ঘাতক, পঁচাত্তরের ঘাতক, ২০০৪ সালে গ্রেনেড হামলার ঘাতক আর আজকে যারা জেএমবি- এরা একই সুতায় গাঁথা। এরা জঙ্গিবাদ সৃষ্টি করে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়। এরা আমাদের নেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চায়। এরা (বিএনপি-জামায়াত) বাংলাদেশের প্রথম এবং প্রধান বাধা। এদের নির্মূল করতেই হবে। এটা ছাড়া বাংলাদেশের ভবিষ্যত সুরক্ষিত হবে না। এদের নির্মূল করার মধ্য দিয়েই বঙ্গমাতার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারব।’
ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, শ্রম বিয়ষক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসাইন, আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান, মহানগর আওয়ামী লীগের প্রাক্তন নেতা শেখ বজলুর রহমান, আবদুল হক সুবজ, গোলাম আশরাফ তাকুলদার, সানজিদা খানম এমপি, প্রাক্তন মহানগর ছাত্রলীগ নেতা আজিজুল হক রানা, মামুনুর রশিদ শুভ্র প্রমুখ।
সভা পরিচালনা করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রাক্তন নেতা হেদায়েতুল ইসলাম স্বপন। আলোচনা শেষে বঙ্গমাতার জন্য দোয়া ও মোনাজাত হয়। মাওলানা খলিলুর রহমান মোনাজাত পরিচালনা করেন।
