বিজয় বার্তা ২৪ ডট কম
মিরপুরসহ সারা দেশে কর্মসূচিতে হামলার প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি। আগামী রবিবার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।
মির্জা ফখরুল বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে বৃহস্পতিবার দেশব্যাপী সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এর প্রতিবাদে আগামী ১৮ সেপ্টেম্বর (রবিবার) ঢাকা মহানগরসহ প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ৩টায় কেন্দ্রীয়ভাবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক, দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনু প্রমুখ।