বিজয় বার্তা ২৪ ডট কম
আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, যে যেখানেই থাকেন না কেন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে নৌকার জন্য কাজ করতে হবে।
রবিবার সন্ধ্যা ৭টায় দুই নং রেল গেইট নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগ এর কার্যালয়ে আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে মহানগর আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ আওয়ামীলীগ তৃণমূল নেতা কর্মীরা সবাই নৌকার জন্য কাজ করবেন। যেহেতু জননেত্রী শেখ হাসিনার নৌকা তাই কেউ আমার ডাকের জন্য বসে না থেকে সবাই সাতাশটি ওয়ার্ডে নৌকার জন্য কাজ করেন। যারা জাতির জনক বঙ্গবন্ধু ও শেখ হাসিনার রাজনীতি করে তাদের মধ্যে কোন বিভক্তি নেই। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, নেত্রীর কাছে সবাই নৌকা চাইতে পারে কিন্তু তিনি যাকে ভাল মনে করেন তাকেই নৌকা প্রতিক দিয়ে থাকেন। এতে করে আমাদের মধ্যে কোন ভেদাভেদ থাকতে পারে না। নারায়ণগঞ্জে ঐতিহ্য হয়ে গেছে পছন্দের লোককে মনোনয়ন না দিলে তার পক্ষে কেউ কাজ করেনা এবং তাকে হারিয়ে দেওয়া হয়। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেক জায়গাতেই এই ঘটনা ঘটেছে। আমি নাসিক সাতাশটি ওয়ার্ডের
সাধারণ মানুষ থেকে শুরু করে সবার কাছে ভোট প্রার্থনা করবো। আমার পক্ষে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে ভোট চাওয়া সম্ভব হবে না । তাই তৃণমূল নেতা কর্মীরা নৌকার হয়ে সবার কাছে ভোট প্রার্থনা করতে আহ্বান জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ভালবেসে যে নৌকা প্রতিক উপহার দিয়েছেন তাই আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতিককে বিজয়ী করে তাকে খুশি করতে হবে।
এ সময়ে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ নেতা মো. আরজু ভূঁইয়া, মহানগর আওয়ামীলীগ নেতা খালিদ হাসান, জাহাঙ্গীর আলম, বিশিষ্ঠ সমাজসেবক ও ঠিকাদার আবু সুফিয়ান, বন্দর থানা আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন, মহানগর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মিনহাজুল কাদির মিমন সহ সাতাশটি ওয়ার্ডের আওয়ামীলীগ তৃণমূল নেতৃবৃন্দ ।