বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালামের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারণ সম্পাদক এম আর হায়দার রানা। মঙ্গলবার বেলা ২টায় ওই সাক্ষাতে মিলিত হন। এ সময় পরস্পর সহযোগিতার বিষয়টি আলোচনা হয়। পরিশেষে অফিসার ইনচার্জ আবুল কালামের হাতে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল মহানগর শাখা’র প্রোফাইল তুলে দেয়া হয়। প্রোফাইল হস্তান্তরকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাব-এডিটর ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু,দৈনিক বিজয় পত্রিকার চীফ রিপোর্টার মোঃ আনোয়ারুল হক, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলর বন্দর থানা শাখা’র সদস্য শাকির আহমেদ বাপ্পী,শেখ মোঃ ইলিয়াস,শাহরিয়ার প্রধাণ ইমনসহ অন্যান্য ব্যাক্তিবর্গ। সৌজন্য সাক্ষাতকালে ওসি আবুল কালাম বলেন,মানবাধিকার রক্ষায় আমাদের সবাইকে সচেষ্ট থাকতে হবে। যেখানেই মানবাধিকার লঙ্ঘন হবে সেখানেই প্রতিহত করতে হবে। তবে মানবাধিকার সংগঠনের নামে অনেকেই যাচ্ছেতাই করে বেড়ায় তাদেরকে চিহ্নিত করে সমাজে তাদের মুখোশ উম্মোচন করতে হবে। পুলিশ,সাংবাদিক,মানবাধিকারকর্মী ও সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ ঐক্যবদ্ধভাবে কাজ করলে অপরাধীরা লেজ গুটিয়ে পালাবে।