বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা , কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বন্দর উপজেলা যুবলীগের উদ্যোগে বুধবার (১১ নভেম্বর)বিকেলে বন্দর মদনপুর ইউনিয়ন ও নাসিক’র ২৭নং ওয়ার্ড আ’লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধাণ।
বন্দর উপজেলা যুবলীগের সভাপতি এড.হাবিব আল মুজাহিদ পলু’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
বন্দর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার হাতেম, সাংগঠনিক সম্পাদক এস আই জুয়েল,সহ-সভাপতি মনির হোসেন মাষ্টার,
মদনপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মহিদ ভুইয়া, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন , কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম,ধামগড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলী ভূইয়া,থানা আ’লীগের সাবেক প্রচার সম্পাদক হাবিবুর রহমান হাবিব,
মদনপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আমান উল্লাহ,কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রুহুল আমিন, ধামগড় যুবলীগের সভাপতি আব্দুস সোবহান, মুছাপুর যুবলীগের আহ্বায়ক মনির হোসেন, যুগ্ম আহবায়ক জব্বার আহমেদ, বন্দর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী হোসেন। কলাগাছিয়া ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আশিফ মাহমুদ,কৃষকলীগের সভাপতি রহমত উল্লাহ, ইউনিয়ন শ্রমিকলীগ সহ-সভাপতি মীর মোরশেদ প্রমূখ।