বিজয় বার্তা ২৪ ডট কম
সাংসদ শামীম ওসমান ভাইয়ের পাঠনো নৌকা সম্বলিত শাড়ি পরে আল্লাহ্র নামে আজকের নির্বাচনী প্রচারনায় পথচলা শুরু করলাম এই কথা বলেছেন আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।
শনিবার বিকেলে ডা. সেলিনা হায়াৎ আইভী নামক ফেসবুক আইডি থেকে ডা. সেলিনা হায়াৎ আইভী এমন মন্তব্য করেন।
তিনি আরো বলেন, নয় শংকা নয় ভয় শহর হবে শান্তিময়। নয় শংকা নয় ভয় এইবার হবে নৌকার জয়।
শনিবার সকাল ১১ টায় জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয় থেকে সম্মিলিত ক্রীড়া পরিবারকে সাথে নিয়ে নির্বাচনী প্রচারনায় নামেন আইভী। এরপর ৯ নং ওয়ার্ডে গনসংযোগ করেন তিনি। দুপুর ২ টায় চারারগোপস্থ জাকির পার্টির কর্মী সভায় অংশগ্রহন করেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আইভী। এসময় আওয়ামীলীগের শরিক দল জাকের পার্টির নেতাকর্মীরা নৌকার পক্ষে প্রচারনায় নামবেন বলে ঘোষনা দিয়েছেন।
গতকাল সংবাদ সম্মেলনে শামীম ওসমান বলেন, আইভী আমার ছোট বোন। ওর সাথে আমাদের কিছুটা মনমালিন্য ছিল। তবে দলের বৃহত্তর সার্থে আমাদের মাঝে কোন বিভেদ নেই ।নৌকার জয় ছিনিয়ে এনে আমি আইভীকে প্রধানমন্ত্রীর সামনে শাস্তি দিবো। ওকে জরিমানা করবো। আমাকে আইসক্রিম খাওয়াতে বলবো। কারন আই লাভ আইসক্রিম। শুক্রবার বিকেলে ফতুল্লায় নাসিম ওসমান মেমোরিয়াল পার্কের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে একথা বলেন সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমান।
শামীম ওসমান আরো বলেন, আমাদের প্রার্থীর বিপক্ষে সমর্থন ছিল এমন নয়। আমাদের পছন্দ ভিন্ন ছিল। আমাদের মায়ের সমতুল্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নৌকা দিয়েছেন নারায়ণগঞ্জের উন্নয়ন এবং মানুষের সেবা করার জন্য। আমাদের প্রার্থী আমার ছোট বোন সেলিনা হায়াৎ আইভী। তিনি যোগ্য প্রার্থী।
তিনি আরো বলেন, এ নৌকা শুধু শেখ হাসিনার নয়, বঙ্গবন্ধুর নৌকা। এ নৌকা কেউ ডুবাতে পারবে না। তিনি আরো বলেন, যদি আমার বোন আইভীর আমাকে প্রয়োজন পড়ে তাহলে আমি সংসদ থেকে পদত্যাগ করে তার পক্ষে প্রচারনার কাজ করতে রাজি আছি।
এসময় সাংসদ শামীম ওসমান বোন আইভীর জন্য দুটি নৌকা সম্বলিত শাড়ী উপহার হিসেবে পাঠান।
এদিকে শামীম ওসমানের পদত্যাগ বিষয়ে আইভীর কাছে জানতে চাওয়া হলে সাংবাদিকদের তিনি জানান, শামীম ওসমান কেন পদত্যাগ করবেন।তিনি একজন এমপি। তিনি জনগনের সেবা করবেন। নির্বাচনে আচরণ বিধি লংঘনের কারনে তিনি প্রচারনায় নামতে পারছেন না। তবে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের নেতৃবৃন্দ আরো সৃপ্হা নিয়ে নৌকার পক্ষে কাজ করবেন।