বিজয় বার্তা ২৪ ডট কম
বুধবার বেলা ১২ টায় রূপগঞ্জ থানায় ২০১৩ সালে বিস্ফোরক মামলা হাজিরা দিলেন জেলা বিএনপি’র নবনির্বাচিত সভাপতি কাজী মনিরুজ্জামান। কাজী মনিরের পক্ষে আইনজীবী সরকার হুমায়ুন কবীর বলেন, রূপগঞ্জ থানায় ২০১৩ সালে বিস্ফোরক মামলায় ২৬ জনকে আসামী করে এ মামলাটি দায়ের করা হয়। এ মামলায় বর্তমানে ১১ জন জামিনে রয়েছে এবং ৬ জনের পক্ষে ডিসচার্জ পিটিশন দায়ের করলেও আদালত দুই জনকে জামিন দিয়েছে। বাকী ৪ জনের জন্য আমরা উচ্চ আদালতে আপিল করবো।
এসময় জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির ব্যাপারে জানতে চাইলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাজী মনিরুজ্জামান বলেন, বিএনপি’র চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া যাদেরকে যোগ্য মনে করেছে তাদেরকেই কমিটিতে রাখেছে। দলের ব্যপারে কেন্দ্রীয় ভাবে যে সিদ্ধান্ত দিয়েছেন সঠিক ভাবেই তারা নিয়েছেন। এছাড়াও জেলার পূর্নাঙ্গ কমিটি করার দায়িত্ব আমাদেরই তাই ৫টি উপজেলার মধ্যে যারা যোগ্য ও অভিজ্ঞ তাদেও দিয়েই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। অতীতের সব কমিটির চাইতে বেশী গ্রহনযোগ্য একটি কমিটি হবে সাহসীদেও নিয়ে যারা আন্দোলনে সংগ্রামে সব সময় পাশে থাকবে।