বিজয় বার্তা ২৪ ডট কম
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি বলেছেন, বিএনপির নেতিবাচক রাজনীতির কারণে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা। দেশ যে ভাবে এগিয়ে যাচ্ছে, এ অগ্রগতি দেখে বিশ্বের বিভিন্ন দেশ প্রসংশা করছে। আর তারা উন্নয়ন দেখে না। শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চরকামালদী এলাকায় আস্থা নামে একটি ফিড কারখানা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সামাজিক,অর্থনৈতিক অন্যান্য সূচক ও মাথা পিছু আয়ের দিক দিয়ে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে গেছে বাংলাদেশ। গত ১৩ বছরে বাংলাদেশের যে উন্নয়ণ হয়েছে তা অকল্পনীয়। এতো উন্নয়ণ অনেকের চোখে পরে না। দেশ আরও এগিয়ে যেত যদি নেতিবাচক কোন বাঁধা বা প্রতিবদ্ধকতা না থাকতো।
আস্থা ফিডের চেয়ারম্যান মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু,সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার ও প্রিমিয়ার ব্যাংকের অ্যাডভাইজার মোহাম্মদ আলী।