বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে ২০৪০ সালের মধ্যে বিশ্বের উন্নত ২০টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম একটি দেশ হবে। শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ের অভিবাবক প্রতিনিধির সভাপতি হাজী ইয়াছিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি আঃ মতিন মাষ্টার, থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, থানা সেচ্চাসেবক লীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম রাজু, নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ওমর ফারুক, ২নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল ইসলাম হাসান, মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, মাকসুদা মোজাফ্ফর, আয়শা আক্তার দিনা প্রমূখ।
এ সময় শামীম ওসমান শিক্ষার্থীদের কাছ থেকে বিদ্যালয় ও এলাকার বিভিন্ন সমস্যার কথা শুনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা গ্রহন করা মানে সাটিফিকেট অর্জন করা নয়। গ্রহণ করতে হবে মুল্যবোধের শিক্ষা। এ শিক্ষার আলো সমাজের সকল অন্ধকার ও অপরার জগত থেকে মানুষকে ভালো করবে। পরে তিনি বিদ্যালয়টির উন্নয়নের জন্য কম্পিউটার ল্যাব, অবকাঠমো উন্নয়ন করাসহ বিভিন্ন সমস্যার সমাধানে আশ্বাস দেন।
ছাত্রীরা ইভটিজিং এর বিষয়ে অভিযোগ করলে তিনি বিদ্যালয়ের সকলকে এ বিষয়ে প্রতিরোধ করার আহ্বান জানান।
তাছাড়া প্রত্যেককে যার যার ধর্ম সুন্দরভাবে পালন করতে বলেন। বাবা-মায়ের সেবা করার কথা বলেন। তাদের সমম্বয়ে জীবন যাপন করতে করেন। শিক্ষার্থীদের বাবা মায়ের নির্দেশে তাদের দোয়া নিয়ে জীবন গঠন করতে বলেন।
এ সময় শামীম ওসমান উপস্থিত নব নির্বাচিত কাউন্সিলদের উদ্দ্যেশ্যে বলেন, নির্বাচিত কাউন্সিলররা যে দলের হউক তাতে কোনো সমস্যা নেই। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থেকে এলাকা ও এলাকাবাসীর উন্নয়নে সকলকে কাজ করতে হবে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, দ্রুত ফতুল্লার পঞ্চবটিতে ডাম্পি ষ্টেশনের ব্যবস্থা করা হচ্ছে যা মেয়র আইভীও জানেন না।
এ ছাড়া জলাবদ্ধতা নিরসনে তিনি বলেন, এ সমস্যা দূরীকরনে ডিএন্ডডি প্রজেক্টে ৫শত কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। খুব শীঘ্রই এর কাজ শুরু হবে।