বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ভূয়া দারোগা আশরাফুল ওরফে রুমান(৩০)কে চালানর করেছে পুলিশ। শুক্রবার দুপুরে একটি প্রতারণা মামলায় তাকে চালান করা হয়। ধৃত রুমান মদদনগঞ্জ ইসলামপুর এলাকার নুরুল আমিন মুহুরীর ছেলে। অভিযান পরিচালনাকারী বন্দর থানার উপ-পরিদর্শক আলম সরোয়ারর্দী রুবেল জানান,আশরাফুল ওরফে রুমান দীর্ঘ দিদন ধরে বন্দর,ফতুল্লা,সোনারগাঁ ও নারায়ণগঞ্জ সদর এলাকার দারোগা বিভিন্ন এলাকার নিরীহ লোকজনকে ব্ল্যাকমেইলিং বানিজ্য চালিয়ে আসছে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার মদনগঞ্জ বটতলা এলাকায় অজ্ঞাত এক ব্যাক্তিকে ভয়-ভীতি প্রদর্শণ করে ব্ল্যাকমেইলিংয়ের অপচেষ্টাকালে বন্দর থানার সাব-ইন্সপেক্টর আলম সরোয়ারদী সস্গীয় ফোর্স নিয়ে তাকে হাতে নাতে আটক করে পুলিশের কাছেসোপর্দ করে। এর আগেও রুমান একাধিকবার ডিবি ও পুলিশের এ এসপি পরিচয় দিয়ে মারধরের শিকার ও গ্রেফতার হয়।