বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যর ঘটনায় ১লাখ টাকায় রফাদফা হয়েছে। মঙ্গলবার রাতে বিশেষ পেশাধারীদের মধ্যস্থতায় ওই রফাদফা হয়। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। তথ্যসূত্রে জানা যায়,বন্দর রাজবাড়ী এলাকার কাতার প্রবাসী রাজু মিয়ার অন্তঃস্বত্ত্বা স্ত্রী শারমিন বেগম ২০১৫সালের ২নভেম্বর চিকিৎসা নিতে স্থানীয় বন্দর ঘাট সংলগ্ন লাইফ কেয়ার হাসপাতালে যায়। সেখানকার প্রস্যূতি ও গাইনী বিশেষজ্ঞ সাবিনা ইয়াসমিনের স্মরনাপন্ন হলে সে নিয়মিত পরামর্শ নেয়। সম্প্রতি শারমিন সন্তান প্রসবের সময় ঘনিয়ে এলেও ডাঃ সাবিনা ইয়াসমিন তার চিকিৎসা পরিচালনায় অনেকটা গাফিলতি করে। এক পর্যায়ে গত ২৭ আগষ্ট বিকেলে ডাঃ সাবিনা ইয়াসমিনের ভুল চিকিৎসায় পৃথিবীর আলো বাতাস দেখার আগেই মায়ের পেটেই মৃত্যুবরণ করে নবজাতক। পরে স্বজনরা শারমিনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার নবজাতক অনেকত আগেই মারা গেছে বলে জানান। বিষয়টি মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে শারমিনের স্বজনরা লাইফ কেয়ার হাসপাতাল ঘিরে ফেলে। এক পর্যায়ে উত্তেজনা দেখা দিলে স্থানীয় বন্দর ফঁড়ি পুলিশ ও বিশেষ পেশার লোকজনদের মধ্যস্থতায় ১লাখ টাকায় রফাদফা হয়। এরমধ্যে শারমিনের পরিবারকে নগদ ৭০ হাজার টাকা প্রদান করা হয়।
