বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে নিরাপদ সড়ক চাই নামে একটি থানা কমিটি ঘোষনা করা হয়েছে। রোববার সকাল ১০টায় নাসিক ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধানকে আহবায়ক করে ২৩ সদস্য বিশিষ্ট্য একটি অহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির যুগ্ম আববায়ক আতিকুর রহমান মাসুম, নবী আউয়াল দেওয়ান, সদস্য সচিব রিপন প্রধান, সদস্য জাকির প্রধান, মীর অহিদুল্লাহ, রাশেদুল ইসলাম, মনির হোসেন, মোক্তার হোসেন, আসলাম সরকার, আলী আহাম্মেদ. সাল মোহাম্মদ, গনেশ দাস, মীর হুমায়ূন, মোজাম্মেল, সবুজ রানা, বিল্লাল হোসেন, পারভেজ, আনোয়ার হোসেন, রফিক উদ্দিন, ্আশ্রাফুল, সায়েম আহাম্মেদ, মোঃ ফেনু। রোববার কমিটির তালিকা বন্দর থানায় জমা দেয়া হয় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ আবুল কালামকে কমিটির সকল সদস্য একত্রে ফুলেল অভ্যর্থনা জানান।