নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার বন্দরে মাদক ও নারী শিশু নির্যাতন মামলা পৃথক দু’টি ওয়ারেন্টে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে নিজ নিজ বাড়ি থেকে এদেরকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে বন্দর শাহী মসজিদ বৌ-বাজার এলাকার মৃত আব্দুল বাতেন মিয়ার ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী নূরে আলম ওরফে টেলু(৩২) ও শাহী মসজিদ খালপাড় এলাকার দরবেশ আলীর ছেলে মোজাম্মেল হক(৩৩)। ধৃতদেরকে শনিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।