বিজয় বার্ত ২৪ ডট কম
বন্দরে কলেজ ছাত্রী (১৯)কে রাস্তায় উত্তপ্ত করার ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার সকালে কলেজ ছাত্রীর পিতা শাহাজালাল মিয়া বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করলে পুলিশ দুপুরে লম্পট সোহান (২৩)কে গ্রেপ্তার করে। মামলা নং- ৪৬(২)১৭। তথ্যসুত্রে জানা যায়, বন্দর থানার মদনগঞ্জ এমএম ঘোষাল রোড এলাকার শাহাজালাল মিয়ার মেয়ে হাজী ইব্রাহিম আলম চাঁন স্কুল এন্ড কলেজের একাদ্বশ শ্রেনীর শিক্ষার্থী কলেজে আসার পথে মদনগঞ্জ শান্তিনগর পায়রা চত্বর এলাকার আক্তার মাষ্টারের ছেলে সোহান র্দীঘ দিন ধরে কলেজ ছাত্রীকে উত্যক্ত করে আসছে। গতকাল শনিবার সকাল ৯টায় ছাত্রী কলেজে যাওয়ার সময় বখাটে সোহান তাকে পথ রোধ করে ফের উক্তাক্ত করে। বিষয়টি কলেজ ছাত্রী তার পিতা-মাতাকে জানালে তার পিতা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করে। এ ঘটনায় বন্দর থানার এসআই সোহরাব সঙ্গীয় ফোর্সসহ দুপুরে শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে বখাটে সোহানকে গ্রেপ্তার করে। গ্রেফতারের পর পরই পুলিশ তাকে আদালতে প্রেরণ করে।