বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ বন্দরের সাংবাদিক ইলিয়াস হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতারপূর্বক ফাসির দাবিতে ১২ফেব্রæয়ারী (শুক্রবার) সকাল ১০টায় জিউধরা
এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়। তাওলাদের সঞ্চালনায় জিউধরা চৌরাস্তায় আয়োজিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু,নয়ানগর এলাকার বাসিন্দা মোঃ আসলাম প্রধান,ইয়াসিন প্রধান,মোতালেব প্রধাণ,নিহত ইলিয়াসের মাতা রওশন আরা বেগম, খালা,ফাতেমা বেগম বেগম, ছোটভাই সানোয়ার ও স্ত্রী জুলেখা বেগম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবু সুফিয়ান,আদমপর এ লাকার বাসিন্দা সেকান্দার আলী,সাফিউল্লাহ,আবদুর রহমানসহ এলাকার সর্বস্তরের ব্যাক্তিবর্গ। বক্তারা ইলিয়াসের খুনীদের দ্রæত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তারা বলেন,ইলিয়াসের খুনীরা কোনভাবে যাতে পার না পায় ইলিয়াসের খুনীরা এইভাবে পার পেয়ে গেলে কারো জীবনের নিরাপত্তা থাকবেনা। মাননীয়
প্রধাণমন্ত্রী আপনি মানবতার মা। স্বজন হারানোর বেদনা কেমন তা আপনাকে আর বুঝাতে হবেনা আমরা স্বজন হারা কাঙ্গাল আমরা আপনার কাছে ওই খুনীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।