বিজয় বার্তা ২৪ ডট কম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বন্দর থানা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। গত শনিবার বিকেল ৩ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়াস্থ বঙ্গবন্ধুর মাজারে উপস্থিত হয়ে বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম এরশিদ ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবেদ হোসেনের নেতৃত্বে দলীয় নেতা কর্মীরা এ শ্রদ্ধা জ্ঞাপন করেন। মূলতঃ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন সম্প্রতি বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধাণমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শুকরিয়া আদায় করতে বঙ্গবন্ধুর মাজার জিয়ারতের সফর সঙ্গী হিসেবে অংশগ্রহণকালে নেতৃবৃন্দ ওই শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এম এ রশীদ ও আবেদ হোসেন ছাড়াও এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন মুসাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান প্রমুখ।