বিজয় বার্তা ২৪ ডট কম
ফ্রান্সের নিসে বাস্তিল দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আতশবাজী উৎসব উপভোগরত জনতার ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
ফ্রান্সে হামলার ঘটনায় ৮৪ জন নিহত এবং বিপুল সংখ্যক লোক আহত হয়েছে।
রাষ্ট্রপতি শুক্রবার এক শোক বার্তায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি প্রকাশ এবং হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা করেন।
রাষ্ট্রপতি এ ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বলেন, বাংলাদেশ সবসময় সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মোকাবিলায় ফ্রান্সের পাশে থাকবে।
বৃহস্পতিবার রাতে দেশটি নিসে নামক স্থানে জাতীয় দিবসের অনুষ্ঠান চলাকালে জনতার ওপর একটি ভারী ট্রাক তুলে দেওয়া হয়। এ ঘটনায় ৮৪ জন লোক নিহত হয়।
তথ্যসূত্র : বাসস
