বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৫ আনসনের সংসদ সদস্য সেলিম ওসমান মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলার কমান্ডার মোহাম্মদ আলীর বক্ত্যের পরিপ্রেক্ষিতে বলেছেন আপনি বলেছেন পুলিশ ইচ্ছা করলে ৭ দিনের মধ্যে মাদক দূর করবেন। আপনার কাছে যদি ফমূর্লা থাকে তাহলে আমাকে বলেন আমি ৭ দিনের মধ্যে নারায়ণগঞ্জ থেকে মাদক দূর করে দিবো। অনেকে বলেছেন পুলিশ অপরাধীদের কাছ থেকে টাকা নিয়ে কাজ করে। কিন্তু আমি বলবো পুলিশ যদি টাকা নিয়ে অপরাধীদের কাছ থেকে টাকা নিয়ে কাজ করতো তাহলে হলিআর্টিজন হোটেলে জঙ্গীদের একরাতে পুলিশ মারতে পারতো না। সেখানে তো বিদেশীদের টাকা ছিল। পুলিশ মাদক নির্মূল করতে পারবে যদি মাদক ব্যবসায়ীদের শাস্তি ফাঁসির বিধান রাখা হয়।
আজকে পুলিশ এখানে কনে এসেছে? আজকে পুলিশ প্রধান এখানে এসে আপনাদের কাছে হাত পেতে দিয়েছেন, আসেন বাংলাদেশটা গড়ে তুলি। জনগনকে সচেতন হতে হবে। মাদককে না বলতে হবে। এখানে উপস্থিত অনেকেই বুকে হাত দিয়ে বলতে পারবে না যে তার ভাই, তার ছেলে তার ভাগিনা বা ভাতিজা মাদক সেবন করেনা। আরে মাদক যদি কেউ সেবন না করে তাহলে মাদক বিক্রী হবে কিভাবে।
পুলিশ মহাপরির্দশকের দৃষ্টি আকর্ষন করে তিনি বলেন, নারায়ণগঞ্জে আমাদের জায়গা দেন। আমরা প্রতিটি এলাকায় কমিউনিটি পুলিশিংয়ের অফিস গড়ে তুলবো। যাতে করে নারায়ণগঞ্জকে দেখে সারাবাংলাদেশের মানুষ অনুপ্রানিত হয়ে এগিয়ে আসবে। নারায়ণগঞ্জের যুব সমাজকে মাদককে না বলতে হবে। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে তাদের আনন্দ দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরির্দশক শহিদুল ইসলাম বিপিএম। আরো বক্তব্য রেখেছেন নারায়ণগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর বীর প্রতিক, জাতীয় সংসদের নারী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি খালেদ হায়দার খান কাজল, জেলা কমিউনিটি পুলিশিং নারায়ণগঞ্জ জেলার সভাপতি ডাক্তার শাহনেওয়াজ চৌধুরি প্রমুখ।