বিজয় বার্তা ২৪ ডট কম
আত্মহত্যার হুমকি দেওয়ার একদিনের মধ্যেই ফর্ম ফিলআপ করার সুযোগ পেলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল অ্যান্ড কলেজের সেই এইচএসসি পরীক্ষার্থী তানভীন ইসলাম।
সোমবার দুপুরে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ফরম ফিলআপ কার্যক্রম সম্পন্ন করেন তিনি।
ফরম ফিলআপ করার পর তানভীন ইসলাম বলেন, আমি অনেক খুশি। পরীক্ষায় ভালো ফলাফল করার লক্ষ্যে পড়াশুনা করবো। প্রত্যাশিত ফলাফল আসবে ইনশাআল্লাহ।
এর আগে, রোববার বিকেলে এইচএসসি পরীক্ষা দিতে না পারলে আত্মহত্যা করবেন বলে হুমকি দিয়ে জেলা প্রশাসক বরাবর চিঠি পাঠান ওই ছাত্র।