বিজয় বার্তা ২৪ ডট কম
খেলাধুলায় মগ্ন থাকি, মাদকমুক্ত সমাজ গড়ি’ স্লোগানে ফতুল্লা থানাধীণ মাসদাইর পতেঙ্গার মোড় এলাকায় স্থানীয় মাদক নির্মূল কমিটির উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী প্রতিবাদী ব্যাডমিন্টন টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারী) সন্ধ্যায় পতেঙ্গার মোড় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শুভ্র স্মৃতি সংসদকে হারিয়ে ইশরাত স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জণ করেছে।
ফাইনাল খেলা শেষে স্থানীয় মাদক নির্মূল কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হাজী গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং সদস্য সচিব বজলুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ^াস, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, এনায়েতনগর ইউপি মেম্বার আতাউর রহমান প্রধান, মহিলা মেম্বার রোজিনা আকতার, হাজী আল মামুন, মো: মতি প্রধান, হাজী হাকিম, মো: জাহাঙ্গির, মো: মেহবুব ভূইয়া, হাজী জহির, বীর মুক্তিযোদ্ধা কেএম সুলতান আহমেদ প্রমূখ।
উপস্থিত ছিলেন স্থানীয় মাদক নির্মূল কমিটির যুগ্ম আহবায়ক মো: আনোয়ার হোসেন, হাজী মো: নজরুল সরকার, মো: মনির হোসেন, হাজী মো: আওলাদ হোসেন, মো: রফিকুল ইসলাম রিপন।
সার্বিক সহযোগিতায় ছিলেন ইয়াসির, শাহীন, জোবায়ের, তানভীর, সোহাগ, মেহেদী,, সজীব, সাগর, সারদ, সাকিব, শান্ত, ইব্রাহীম, তুষার, জয়, টুটুল, রামিন, রাহাত, বাবু।
অনুষ্ঠানে বক্তারা এলাকাবাসীকে আহবান জানিয়ে বলা হয়, দল যার যার, সমাজ সবার। সকলে মিলে মাদকের বিরুদ্ধে সোচ্চার হোন। আর মাদক নির্মূলের জন্য তরুণ ও যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করুন। কারন খেলাধুলা শরীর ও মনকে সতেজ রাখে এবং মাদক থেকে দুরে রাখে।
তারা আরো বলেন, স্থানীয় যুব সমাজকে নিয়ে মাদক নির্মূল কমিটির যুগ্ম আহবায়ক বজলুর রহমান মাদকের বিরুদ্ধে যে সোচ্চার প্রতিরোধ গড়ে তুলেছে, তা প্রশংসনীয়। আমরা সবাই বজলুর রহমানের সাথে মাদকের বিরুদ্ধে এই আন্দোলনে শরীক আছি এবং মাদক নির্মূল কমিটির প্রতি সার্বিক সহযোগিতা অব্যহত রাখবো। সেই সাথে মাদক ব্যবসায়ীদের হুমকিতে তোমরা পিছিয়ে যাবে না, সেই আশাবাদ ব্যক্ত করছি। এলাকাবাসীসহ প্রশাসন তোমাদের পাশে রয়েছে।
আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আগত অতিথিরা।