বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় চারতলা ভবনের ছাদ থেকে পড়ে এক যুবক নিহত হয়েছেন। ঐ সময় ছাদের দরজা ভেতর থেকে তালা দেওয়া ছিল বলে জানা গেছে।
শুক্রবার রাতে ফতুল্লা থানার সস্তাপুর এলাকায় জাপানির বাড়ি নামে একটি ভবনে এ ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম বাবু একই এলাকার ভাড়াটিয়া ও মুদি দোকানি শহীদ মিয়ার ছেলে।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, বাড়ির ছাদ থেকে নিচে পড়ে শরীফ নিহত হন। ঐ সময় ছাদের দরজা ভেতর থেকে তালাবদ্ধ ছিল। ধারণা করা হচ্ছে- নিহত যুবক ছাদে উঠে দরজা বন্ধ করে কিছু একটা করার চেষ্টা করছিল। অসাবধানতায় পা পিছলে নিচে পড়ে যান।
তিনি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ ও বিস্তারিত জানা যাবে।