বিজয় বার্তা ২৪ ডট কম
ভিটামিন ‘এ’ এর অভাবজনিত অপুষ্টি ও শিশুমৃত্যুর হার কমানোর লক্ষ্যে আজ ১৬ জুলাই শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন সারাদেশের মতো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডেও পালিত হয়েছে। সকাল ৮.০০ টা থেকে বিকেল ৪.০০ টা পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস (৫ বছর) বয়সী শিশুদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডের মাসদাইর,গলাচিপা,আমলাপাড়া সহ বিভিন্ন মহল্লায় প্রায় ২০ টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
আজ সকালে মাসদাইড়স্থ ১৩নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে একজন শিশুকে টিকা খাওয়ানোর মাধ্যমে কাযক্রম উদ্বোধন করেন ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। বিকাল ৪ টা পর্যন্ত ১৩ নং ওর্য়াডে প্রায় ৩৮০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
