বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, একুশে ফেব্রুয়ারী ভাষার মাস এ মাসে আমাদের অনেক ভাই রক্ত দিয়ে ভাষার বীজ বপন করেছে। সেই আদর্শকে অনুস্মরণ করে একাত্তুরে আমরা স্বাধীনতা অর্জণ করেছি। সোমবার বিকেল ৫টায় বন্দরের নবীগঞ্জস্থ কদমরসুল মোড় সংলগ্ন সড়কে আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ২৩ ও ২৪নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধাণ অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আনোয়ার হোসেন আরো বলেন,স্বাধীনতা অর্জন যেমন কঠিন তা রক্ষা করাও অনুরূপ কঠিন। পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছিল। বিদেশীরা বলেছিল কাদের সহযোগিতা ছাড়া এই সেতু কোন দিনই হবেনা। কিন্তু জননেত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন ইচ্ছা থাকলে সব সম্ভব। আজকে নিজেদের অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়ন হতে চলেছে। আশা করি আগামী ২০১৮সালের মধ্যে পদ্মা সেতু দিয়ে গাড়ি চলাচল করবে। ২৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ সামসুজ্জামান জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ৫২’র মহান ভাষা সৈনিক মোঃ আহসানউল্লাহ মৃধা,নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডেভোকেট খোকন সাহা,বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এম এ রশীদ,মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ নুরুল ইসলাম চৌধূরী,সাংগঠনিক সম্পাদক এ্যাডেভোকেট মাহমুদা মালা,যুগ্ম সম্পাদক জিএম আরমান ও বন্দর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ¦ আবেদ হোসেন। মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির মৃধা ও ২১নং ওয়ার্ড যুবলীগ নেতা সামসুল হাসানের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে ছিলেন বন্দর থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আফসারউদ্দিন,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সহিদুল হাসান মৃধা,আইন বিষয়ক সম্পাদক রোটিারিয়ান মোঃ নুর হোসেন,মুসাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান,২৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী আবদুস সামাদ,সাধারণ সম্পাদক আশিক আহমেদ,২৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তথা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মদ দুলাল প্রধাণ,বন্দর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজা,বন্দর থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাহাবুবর রহমান কমল,২৩নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক সাঈদুজ্জামান শাকিল,২৩নং ওয়ার্ড যুবলীগ নেতা মনিরুজ্জামান মনু,জাকির হোসেন,মোঃ সুজু মোঃ আঙ্গুর,শহীদ,ফারুক প্রধাণ,কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগ নেতা মাহমুদুল হাসান জুয়েল,মনিরুজ্জামান খোকন,২৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল মৃধা,২৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ সুজন,সাধারণ সম্পাদক খোশরান আহমেদ,মহানগর যুব মহিলালীগের নেত্রী ডলি বেগম,সীমা সুলতানা সিমলা,ব্দর থানা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নূরুন্নাহার সন্ধা,মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নেতা আফজাল হোসেন লিপটন,থানা ছাত্রলীগ নেতা আরাফাত কবির ফাহিম,২৩নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা অনিক তালুকদার অপু প্রমুখ।