বিজয় বার্তা ২৪ ডট কম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন নারায়ণগঞ্জের আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।
রবিবার রাত ৯ টার দিকে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সেখানে ঘণ্টা খানেক বৈঠক করেন প্রধানমন্ত্রী ও আইভী।
গণভবনে উপস্থিত একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আইভীকে জিতে আসার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোটের সময় কোনো ধরণের সহিংসতা যেন না হয় সেদিকে খেয়াল রাখার নির্দেশও দিয়েছেন।
এসময় আইভী প্রধানমন্ত্রীকে কাউন্সিলরদের ভোট নিয়ে ঝামেলা হতে পারে বলে অবহিত করেন এবং সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই নৌকা জয়ী হবে বলে জানান।
উল্লেখ্য, আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের তিন দিন আগে আইভী গণভবনে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।
আইভীর দেখা করার সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দীপু মনি। তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া নিতে গিয়েছিলেন আইভী।
সূত্র-পূর্বপশ্চিম বিডি