বিজয় বার্তা ২৪ ডট কম
পুনরায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ পালন করেছেন।
বৃহষ্পতিবার চাষাঢ়া বালুর মাঠ এলাকায় তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
এসময় সদর উপজেলা চেয়ারম্যন ও জেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বিশ্বাস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ. সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রুজেল, রিয়াজ আহমেদ.নজরুল ইসলাম পান্না, সহ সাংগঠিনক সম্পাদক রুহুল আমিন সিকদার, সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর, আড়াইহাজার থানা মহিলা দলের সভাপতি পারভীন আক্তার, জেলা যুবদলের সাংগঠনিক একরামুল করিম মামুন, জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ন সাংগঠনিক রহিমা শরীফ মায়া, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান রনি।
এসময় বক্তারা বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার তীব্র নিন্দা জানান ও অপরাধীদের গ্রেফতারের দাবি জানান।