বিজয় বার্তা ২৪ ডট কম
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নারায়ণগঞ্জ -৫ আসনের সাবেক চার বারের সংসদ সদস্য প্রয়াত জননেতা একেএম নাসিম ওসমানের চতুর্থ শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মরহুমের সহধর্মিণী পারভীন ওসমান ও তার একমাত্র পুত্র একেএম আজমেরী ওসমানের পক্ষে মরহুমের কবরে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নাসিম ওসমান স্মৃতি দুঃস্থ ও জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন ।
সোমবার ( ৩০ এপ্রিল ) সকাল সাড়ে এগারোটায় মাসদাইর কেন্দ্রীয় পৌর কবরস্থানে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, নাসিম ওসমান স্মৃতি দুঃস্থ ও জনকল্যাণ ফাউন্ডেশনের সদস্য মোঃ নাসির হোসেন, আশিক মাহমুদ, মোঃ মামুন খান, মোঃ সুমন সহ অনেকেই ।