বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী দিবস উপলক্ষ্যে ১৯৭১ সালে ২৯ নভেম্বর পাক হানাদার বাহিনীর হাতে নিহত বক্তাবলীর পরগনার ১৩৯ জন বীর সৈনিকদের ফুলের শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে স্মরণ করলেন ইউনিয়ন যুবদল ।
বুধবার ( ২৯ নভেম্বর ) বক্তাবলী দিবস উপলক্ষ্যে সকাল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ হাসান আলীর নেতৃত্বে যুবদলের নেতাকর্মীদের নিয়ে কানাইনগর সোবহানিয়া স্কুল এন্ড কলেজ মাঠে অবস্থিত বিজয়স্তম্ভে ফুলেল পুস্পস্তবক অর্পণ করেন ।
এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাতি মো.লোকমান হোসেন,আবুল খায়ের,মো.মোজাম্মেল,সৈয়দ হোসেন,জামাল হোসেন,আলমগীর কবীর,আবদুল কাদির,মাসুম,রাশেদুল,আবদুল,নবী হোসেন,নুর মোহাম্মদ,মিছির আলী,মো.বাদশা,মো.আওলাদ,হাজী জলিল শিকদার,আলম মাদবর প্রমুখ।