বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন পত্র সংগ্রহ করতে নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের ছিল উপচে পড়া ভিড়। রবিবার (২০ নভেম্বর) সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন কার্যালয়ে হতে সম্ভাব্য মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী গন মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার তারিফুজজামান জানান, রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ১৮২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী নির্বাচন কার্যালয় হতে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
এসময় ২০ নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে মনোয়ন সংগ্রহ করেন শাহেন শাহ, ১০ নং ওর্য়াডে বীর মুক্তিযােদ্ধা মহর আলী, ২৩ নং ওয়ার্ড মো. হান্নান, ৭ নং ওয়ার্ড মো. আলাউদ্দিন ভূইয়া, ১৩ নং ওয়ার্ডে বিএনপি নেতা মাকছুদুল আলম খন্দকার আল, খোরশেদ, আওয়ামীলীগ নেতা শাহ ফয়েজউল্লাহ ফয়েজ, ১১ নং ওয়ার্ডে যুবলীগ নেতা চঞ্চল মাহমুদ, মহিলা সংরক্ষিত কাউন্সিলর ২৫, ২৬, ২৭ নং ওয়ার্ডের সানিয়া সাউদ, ২২, ২৩, ২৪ নং ওয়ার্ড রীনা সহ অন্যান্য প্রার্থীরা।