বিজয় বার্তা ২৪ ডটকম
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ও শিক্ষা মন্ত্রলায়নের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. রুহুল আামিন বলেছেন, নারীকে পর নির্ভরশীল না হয়ে আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠতে হবে। বর্তমানে স্কুল, কলেজ, মাদ্রাসায় ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। শিক্ষার মানের উন্নয়নের সাথে সাথে সবকিছুর উন্নয়ন হচ্ছে।
বুধবার সকাল সাড়ে ০৯ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট শিক্ষা মন্ত্রলায়নের উদ্যোগে ও নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসের আয়োজনে ” নারী শিক্ষা অব্যাহত ও নারীকে আত্মপ্রত্যয়ী করে তোলার বিষয়ে করণীয় ’’ শীর্ষক কর্মশালা-২০১৭ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে আমারা নিম্ন আয়ের দেশ থেকে এখন উচ্চ আয়ের দেশে পরিনিত হতে চলেছে। নারী শিক্ষা অব্যাহত ও নারীকে আত্মপ্রত্যয়ী করে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট শিক্ষাসহ আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুতরাং নারীকে পর নির্ভরশীল না হয়ে নিজেদেরকে আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠতে হবে।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উপসচিব মো. ছারোয়ার হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট (অর্থ ও হিসাব) সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন সোহাগ, বন্দর উপজেলার নির্বাহী অফিসার মৌসুমী হাবিব, সোনারগাঁও উপজেলার নির্বাহী অফিসার আবু নাছের, জেলা শিক্ষা অফিসার বেনজীর আহমদ, মাধ্যমিক শিক্ষা অফিসার সদর সৈয়দ সুরাইয়া আশরাফী, সদর মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন আক্তার, সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ মধুমিতা চক্রবর্তী , নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ চাঁদ সুলতানা প্রমুখ।