বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়নগঞ্জ শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নারায়নগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভনিং বডি নির্বাচনে দাতা ক্যাটাগরির সদস্য পদে আবদুস সালাম এবং অভিভাবক ক্যাটাগরি(স্কুল) গ্রুপে আমিনুল ইসলাম মিঠু এবং ডাঃ আতিকুজ্জামান সোহেল নির্বাচিত হয়েছে। সোমবার সকাল দশটাথেকে বিকেল চারটা পর্যন্ত স্কুলে উৎসব মুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা সুরাইয়া আশরাফি এ নির্বাচনে প্রিজাডিং অফিসারের দায়িত্ব পালন করেন। দাতা ক্যাটাগরিতে মোট ২৯ জনবোটারের মধ্যে ২৯ জন ভোটার ভোট প্রদান করেন। এর মধ্যে আবদুস সালাম ২০ ভোট এবংপ্রতিদ্বন্দি প্রার্থী সাদাত হোসেন বাবু পেয়েছে ০৯ভোট। এদিকে অভিভাবক ক্যাটাগরিতে মোট ১১৯৫ জন ভোটারের মধ্যে ৭২৩ ভোট প্রদান করে। এর মধ্যে আতিকুল ইসলাম মিঠু পেয়েছে ৩৭৬ ভোট এবং ডাঃ আতিকুজ্জামান সোহেল পেয়েছে ৩৫৬ভোট। প্রতিদ্বন্দি প্রার্থী খালেক খান ৩৪৯ দুলাল সাহা পেয়েছে ৩২৪ভোট। এদিকে গভনিং বডি নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালামকে ফুলের শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক আফজাল হোসেন পন্টি ।