বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ কলেজ প্রাঙ্গণে হিন্দু সম্প্রাদায়ের বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী দেবী পূজা উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ কলেজের আয়োজনে পূজা অর্চনা ও পুষ্পাঞ্জলীর মধ্য দিয়ে এই বিদ্যাদেবীর পূজা পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজে অধ্যক্ষ ফজলুল হক, গভর্নিং বডি সদস্য ফারুক ইউসুফ বিন পাপ্পু। এছাড়া আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক ক্লাবের শিক্ষক রত্না দাস, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক তিথি সাহা, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক শুভঙ্কর পাল, কলেজের সাবেক ছাত্রনেতা অভিজিত সাহা, কলেজ রোভার রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত বিরাজ পাল চৌধুরী, সাংস্কৃতিক ক্লাবের সদস্য মনিষা বনিক, পূজা, মাহমুদুর রহমান সিয়াম, জয় দত্ত, আদিত্য সাহা, মম ঘোষ, তৃষা, সপ্তর্শী, সিফাত, হ্যাপী, কাকলি।
বিদ্যাদেবীর পূজা উপলক্ষে সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং পুজা শেষে প্রসাদ বিতরণ করা হয়।