বিজয়বার্তা ২৪.কম
সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেরও ভূমিকম্প হয়েছে। বুধবার বিকেল ৪টা ৩৭ মিনিটে এ কম্পন অনুভূত হয়। ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী হয়। এর এক মিনিট পরে ৪টা ৩৮ মিনিটে ভুমিকম্প পরবর্তী কম্পন (আফটার শক) অনুভূত হয়। নারায়ণগঞ্জের ভবনগুলো কেঁপে উঠলে আতঙ্ক সৃষ্টি হয়।
ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের চকে, ঢাকা থেকে ৩৩১ মাইল দূরে ভুপৃষ্ঠের ৫২.২ মাইল গভীরে। আবাহাওয়া অধিদপ্তরের এর তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৮।
জেলা জুরে ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি।
ভূমিকম্পে কেঁপে উঠে নারায়ণগঞ্জ। ভূমিকম্পের সময় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নারায়ণগঞ্জ সদর,বন্দর, ফুতল্লা, সিদ্ধিরগঞ্জ, সোনারগা, আড়াইহাজার সহ বিভিন্ন এলাকায় মানুষ বাসা-বাড়ি, মার্কেট, শপিংমল ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবরও পাওয়া যায়নি।
