বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আলোচিত সাত থুন মামলা থেকে অব্যাহতি পাওয়া ও মামলার প্রধান আসামী নূর হোসেনের ক্যাডার আশিককে (৪০) আটক করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
রবিবার বেলা ১১ টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীপাড়া এলাকায় তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন আশিক (৪০) সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীপাড়া এলাকার মৃত. জহির উদ্দিনের ছেলে। এছাড়া তিনি সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মুঃ সরাফত উল্লাহ আশিককে গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করে বলেন, যে যত বড় ব্যক্তির লোক হোক, সিদ্ধিরগঞ্জে কোন চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী থাকবেনা। সন্ত্রাস বিরোধী অভিযান পুলিশের অব্যাহত থাকবে।
জানা গেছে, সিদ্ধিরগঞ্জ পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনোয়ার হোসেন আশিক হত্যা, ডাকাতি, চাদাঁবাজি, ছিনতাই, মারামারি, দাঙ্গা, বিস্ফোরন সহ একাধিক মামলার আসামী। ২০১৪ সালের ২৭ এপ্রিল জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও নাসিক প্যানেল মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম সহ ৭ জনকে হত্যার ঘটনায় ৬নং আসামী হয়ে এলাকা থেকে পালিয়ে যায়। পুলিশের তদন্তে এ মামলা থেকে অব্যাহতি পায় আশিক। পরে তিনি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী ইয়াছিন মিয়ার সাথে যোগদান করেন।