বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সদর উপজেলা কিন্টার গার্টেন এসোসিয়েশনের উদ্যোগে শনিবার বিকালে নাঃগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে ২০১৫ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা কিন্টার গার্টেন এসোসিয়েশনের সভাপতি তোফায়েল আহমেদ জুয়েলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্টারগার্টেন পরিচালক ঐক্য পরিষদের সভাপতি মোঃ সামসুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কিন্টার গার্টেন এসোসিয়েশনের অর্থ সম্পাদক কাউসার আহমেদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সদর উপজেলা কিন্টার গার্টেন এসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ বাহাউদ্দিন, সদর উপজেলা কিন্টার গার্টেন এসোসিয়েশনের সহ সভাপতি ইমাম হোসেন ও নাধা স্কুলের পরিচালক নাজমুল ইসলাম রুমী প্রমূখ।
অনুষ্ঠানে সদর উপজেলা কিন্টার গার্টেন এসোসিয়েশনের আওতায় ২১টি স্কুলের ২০১৫ সালের বৃত্তিপ্রাপ্ত মোট ৬৫জন শিক্ষার্থীর মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়েছে।