বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর স্কুল ছাত্রীকে ধর্ষণের হত্যা তিন আসামীর স্বীকারোক্তি পরে জিসামনি জীবিত ফিসে আসায় মামলার আসামীদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে আসামীদের স্বজনরা। এদিকে আজ দুপুরে পুলিশ জিসা মনিকে অপহরন করে বিয়ে করা যুবক ইকবাল পন্ডিতকে ৫ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিমিয়াল ম্যাজিট্রেট কাউসার আলমের আদালতে হাজির করে। পরে আদালত মামলা শুনানী শেষে আগামী ৩১ আগস্ট মামলার পরবর্তি শুনানীর তারিখ ধার্য্য করে। এবং মামলার চার আসামীকে একসাথে হাজির করারও আদেশ দেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালতের কোর্ট ইন্সপেক্টর মোঃ আসাদুজ্জামান জানিয়েছেন, দুপুরে জিসা মনি মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল হাই মামলার আসামী ইকবাল পন্ডিতকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে সিনিয়র জুডিমিয়াল ম্যাজিট্রেট কাউসার আলমের আদালতে হাজির করে। পরে আদালত শুনানী শেষে মামলার শুনানীর পরিবর্তি তারিখ আগামী ৩১আগস্ট মামলার চার আসামী ইকবাল পন্ডিড সহ এ মামলায় জেল হাজতে থাকা তিন আসামী আবদুল্লাহ রাকিব ও খলিলকে এক সাথে আদালতে হাজির করার আদেশ দেন।
এদিকে, আসামীদের আদালতে হাজির করার আগে নারায়ণগঞ্জ আদালত চত্বরে আসামীদের মুক্তির দাবিতে মানবন্ধন করে স্বজনরা। মানববন্ধনে স্বজনরা বলেন, জিসা মনিকে গুম ধর্ষণ হত্যা পুলিশের বানোয়াট মিথ্যা মামলা থেকে আসামীদের দ্রুত মুক্তির দাবি জানান। এতে বক্তব্য রাখেন, আব্দুল্লার বাবা আমজাদ, মা শিউলি আক্তার ও খলিল মাঝির স্ত্রী শারমীন আক্তার।