বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এড. হোসনে আরা বাবলী বলেছেন, বর্তমান দেশের যে ভাবে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে করে বিভিন্ন সম্যসার সম্মুখীন হতে হবে । তাই জনসংখ্যা নিয়ন্ত্রনে নিজেদেরকে সচেতন হতে হবে। মাদক , জঙ্গিবাদ ও বর্তমানে ডিজিটাল মিডিয়ার মাধ্যমে নেগেটিভ ব্যবহার করে আমাদের সন্তানেরা খারাপের দিকে চলে যাচ্ছে । তাই পিতা- মাতা কে সচেতন হতে হবে । সুষ্ঠ জীবন যাপনের জন্য পরিবার পরিকল্পনায় অনুযায়ী কাজ করলে সুষ্ঠু জীবন গড়া যায় ।
রবিবার ( ৪ ঠা মার্চ ) সকাল এগারোটায় শহরের চাষাড়াস্থ রাইফেল ক্লাব প্রাঙ্গণে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে দুইদিন ব্যাপী পরিকল্পনা মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
বাবলী আরো বলেন, হাত পায়ে বড় হলেই বড় হয় না মনের দিক দিয়ে মেয়েরা বড় হতে হবে। আজকাল আমাদের দেশের সাধারণত গ্ৰামে পিতা-মাতা কন্যা শিশু একটু বড় দেখা গেলেই বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে পড়ে । তাই আমাদেরকে বাল্যবিবাহ রোধে পরিবার পরিকল্পনা হতে পরামর্শ দিতে হবে ।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রাব্বী মিয়া’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি ) মোঃ ফারুক হোসেন, সিভিল সার্জন ডাঃ এহসানুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক, শিখা দাস চৌধুরী , নারায়ণগঞ্জ পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মোঃ বসির উদ্দিন, জেলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা কালচারাল অফিসার সৈয়দা সাজেদা বেগম প্রমুখ ।